"""PSC""" EXaM- 2016
>>>>সাজেশন্স<<<<<
>>>>বহুনির্বাচনী প্রশ্নোত্তর<<<<
বিষয়: বিজ্ঞান
১। যারা অন্য প্রাণী বা উদ্ভিদ
খেয়ে জীবনধারণ করে তাদেরকে কী
বলে?
ক. পরিবর্তক
খ. বিয়োজক
গ. খাদক
ঘ. উৎপাদক
উত্তর : খাদক
২। উদ্ভিদের কোথায়
ক্লোরোফিল সবুজ কণিকা রয়েছে?
ক.কাণ্ডে
খ. মূলে
গ. পাতায়
ঘ. ফুলে
উত্তর : পাতায়
৩। খাদ্য সংরক্ষণের ফলে আমরা
কোন ধরনের সুবিধা পেতে পারি?
ক. খাদ্যের উৎপাদন কম করা লাগে
খ. খাদ্য
পচে নষ্ট হয়ে যায়
গ. বিভিন্ন মৌসুমি
খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়
ঘ. খাদ্যের
দাম কমে যায়
উত্তর : বিভিন্ন মৌসুমি
খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়
৪। সংক্রামক
রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়
কোনটি?
ক. বেশি করে ঘুমানো
খ. সব সময়
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
গ. কম ঘুমানোঘ.
বিনোদনের মধ্যে থাকা
উত্তর : সব সময়
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
৫। পৃথিবী ৩৬৫
দিনে একবার সূর্যকে ঘুরে আসে। এর ফলে
কোনটি ঘটে?
ক. দিন ও রাত
খ. পূর্ণিমা
গ. অমাবস্যা
ঘ. ঋতুর পরিবর্তন
উত্তর : ঋতুর পরিবর্তন
৬। শীতকালে বায়ু ঠাণ্ডা থাকায়
আমরা শীত অনুভব করি।
এর সঙ্গে বায়ুর
আর্দ্রতা কেমন থাকে?
ক. উষ্ণ
খ. ভেজা
গ.শুষ্ক
ঘ. আদ্র
উত্তর : শুষ্ক
৭। জনসংখ্যার ঘনত্ব
নির্ণয়ে মোট জনসংখ্যার সঙ্গে আরো
একটি তথ্য দরকার হয়। তথ্যটি কী?
ক.জন্মহার
খ. মৃত্যুহার
গ. ক্ষেত্রফল
ঘ.দৈর্ঘ্য
উত্তর : ক্ষেত্রফল
৮। কোন উদ্ভিদ
থেকে বীজের বিস্তরণ হয়?
ক. উদ্ভিদ
খ.মাতৃউদ্ভিদ
গ. বীজ
ঘ. কোনোটিই নয়
উত্তর : মাতৃউদ্ভিদ
৯। কোন সমস্যার ফলে মানুষের
কর্মদক্ষতা হ্রাস পায়?
ক. পানিদূষণ
খ. শব্দদূষণগ.
পরিবেশদূষণ
ঘ. বায়ুদূষণ
উত্তর : শব্দদূষণ
১০। কোনটি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি
উপাদান শোষণ করতে পারে না?
ক. মাটি
খ. পানি
গ. বায়ু
ঘ. অক্সিজেন
উত্তর : পানি
১১। কতটি উপায়ে তাপ সঞ্চালন হয়?
ক. ৫টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
উত্তর : ৩টি
১২। কোন ধরনের পানি কোনো প্রক্রিয়ায়ই
নিরাপদ হয় না?
ক. জীবাণুযুক্ত পানি
খ. ময়লাযুক্ত পানি
গ. আর্সেনিকযুক্ত পানি
ঘ. বন্যার পানি
উত্তর : আর্সেনিকযুক্ত
পানি
১৩। পদার্থের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার
কারণ কী?
ক. পরমাণু ভিন্ন ভিন্ন
খ. পরমাণুর
সামঞ্জস্যতা
গ. অণুর মিশ্রণ
ঘ. সবগুলোই
উত্তর: পরমাণু ভিন্ন ভিন্ন
১৪। কিসের জন্য খাদ্য
পচে যায়?
ক. ছত্রাক
খ. ব্যাকটেরিয়া
গ. ভাইরাস
ঘ. জীবাণু
উত্তর : ব্যাকটেরিয়া
১৫। কোন পদ্ধতিতে দ্রুত তাপ সঞ্চালিত হয়?
ক. পরিবহন
খ. পরিচলন
গ. বিকিরণ
ঘ. গতি
উত্তর : পরিবহন
১৬। প্রাণী ও উদ্ভিদ পরস্পরের ওপর
নির্ভরশীল। প্রাণী কোন গ্যাসটির জন্য
উদ্ভিদের ওপর নির্ভরশীল—
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. সালফার ডাই-অক্সাইড
উত্তর : অক্সিজেন
১৭। নাইট্রোজেন গ্যাস ব্যবহার
করা হয় কোন কাজে?
ক. রোগীর
সিলিন্ডারে
খ. ডুবুরিদের সিলিন্ডারে
গ. ইউরিয়া সার প্রস্তুতিতে
ঘ. আগুন
নেভাতে
উত্তর : ইউরিয়া সার প্রস্তুতিতে।
0 comments: