Monday, November 7, 2016

বিশ্বের সবচেয়ে সুরক্ষিত অ্যান্ড্রয়েড ফোন!

বাজার ধরতে এবার ২টি নতুন  অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসেছে ব্ল্যাকবেরি। কম্পানির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাজারে প্রচলিত অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে তাদের এই দুটি ফোনই সবচেয়ে  সুরক্ষিত ফোন।

সোমবার ব্ল্যাকবেরি বাজারে আনল BlackBerry DFEK50 , BlackBerry DTEK60 নামে দুটি মডেল। দাম করা হয়েছে ‌যথাক্রমে ২১,৯৯০ টাকা ও ৪৬,৯৯০ টাকা। প্রথম মডেলটি বিক্রি শুরু হবে এই সপ্তাহ থেকেই। দ্বিতীয়টি ডিসেম্বরের প্রথম দিকে।
কী আছে এই দুই ফোনে

BlackBerry DFEK50

অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্সমালো

সিঙ্গল সিম(মাইক্রো)

৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে

১.২ জিবি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।

৩ জিবি র‍্যাম

ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ডুয়্যাল টোন এলইডি ফ্ল্যাশ। ফ্লন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

ইনবিল্ট স্টোরেজ ১৬ জিবি। মাইক্রো এসডি-র সাহা‌য্যে ২ টিবি প‌র্যন্ত বাড়ানো ‌যাবে মেমরি।

৪জি এলইটি।

ওয়াইফাই ৮০২.১১ এসি

ব্লু টুথ ৪.২

এফএম

জিপিএস

২৬১০ এমএএইচ। ১৭ ঘণ্টা টকটাইম দেবে

BlackBerry DTEK60

৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিন

মাইক্রো সিম

২.১৫ গিগা হাৎর্জ প্রসেসর।

৪ জিবি র‍্যাম

ফ্রন্ট ক্যামেরা ২১ মেগা পিক্সেল। ব্যাক ক্যামেরা ৮ মেগা পিক্সেল। ডুয়েল এলইডি ফ্ল্যাস

৩২ জিবি ইনবিল্ট মেমোরি। মাইক্রো এসডির সাহা‌য্যে বাড়ানো ২টিবি প‌র্যন্ত

৩০০০ এমএএইচ ব্যাটারি।

৪জি এলইটি

ওয়াইফাই ৮০২.১১ এসি

রয়েছে আগের মডেলটির মতো অন্যসব ফিচারস


SHARE THIS

Author:

0 comments: