আশা করি, আপনারা সবাই ভাল আছেন । আমিও আপনার দোয়াতে ভালই আছি ।
সময়ের অভাবে এখন পোষ্ট করা হয় না , তবে সব সময়ই চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে ।
তাই আজকে আবার পোষ্ট করতে চলে এলাম, তা যাই এখন পোষ্টের বিষয়ে চলে যাই ।
আমরা প্রায় সবাই কম বেশি Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলে থাকি, কিন্তু এর জন্য আমাদের অনেক এম বি খরচ করতে হয় । কিন্তু গ্রামীনফোন আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য
Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ফ্রী করে দিয়েছে
আসুন এবার দেখে নেই কিভাবে আপনি এই গেম গুলো ফ্রীতে চালাতে পারবেন ।
প্রথমেই আপনাকে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ।
DataEye ডাউনলোড
https://apkpure.com/dataeye-save-mobile-data/com.lotusflare.datasensor/download?from=details
ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন । তারপর অ্যাপ্সটি খুলুন , এবার দেখুন (Servics Status) নিচে ১টা On/off বাটন আছে সেটাতে ক্লিক করে অন করুন
তারপর কানেক্টেড হয়ে গেলে ফ্রীতে খেলতে থাকুন Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ।
পোষ্টটি কেমন লাগলো জানাবেন এবং কোন সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না ।
ধন্যবাদ সবাইকে এইচট্রিকবিডির সাথে থাকার জন্য ।
[ বিঃদ্রঃ শুধুমাত্র যারা এ বিষয়ে জানেন না, তাদের উদ্দেশ্য এই পোষ্টটি করা হয়েছে ]
0 comments: