Wednesday, October 12, 2016

আর্জেন্টিনার হারের দিনে নেইমারহীন ব্রাজিলেন দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার হারের দিন ভেনেজুয়েলার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে নেইমারহীন ব্রাজিল। এদিন ব্রাজিলের ত্রাণদাতা ছিলেন ১৯ বর বয়সী গ্যাব্রিয়েল জেসাস।

অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা হারল ১-০ গোলে। আর ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিল জিতল ২-০ গোলে। জেসাস একটি গোল করলেন। এবং তাঁর দুর্দান্ত ফুটবল ঢেকে দিল নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের অভাব। আগামী জানুয়ারিতে ম্যাঞ্চেস্টার সিটিতে সই করছেন জেসাস।

ব্রাজিল থেকে উড়িয়ে আনছেন তাঁর মা-কে। বলেছেন, ‘‘আমার খেলার সবচেয়ে বড় সমালোচক মা। তাই মা থাকলে আমি মানসিকভাবে উজ্জীবিতও হই।’’ দশ ম্যাচের পর ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল ব্রাজিল। দলের হয়ে আর একটি গোল করেছেন উইলিয়ান।

কিন্তু মঙ্গলবার হারের পর আর্জেন্টিনার সামনে বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গেল। দশ ম্যাচ পর লিগ টেবিলে আর্জেন্টিনা পাঁচ নম্বরে রয়েছে। প্রথম চারে না থাকতে পারলে তাদের প্লে-অফ ম্যাচ জিতে মূল পর্বে উঠতে হবে।

বুধবার হোম ম্যাচে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন সের্জিও আগুয়েরো। ম্যান সিটির হয়ে এই মরসুমে এখনও পর্যন্ত আট ম্যাচে ১১ গোল করা আগুয়েরো দেশের হয়ে টানা ছ’ম্যাচে গোল করতে ব্যর্থ। বলেছেন, ‘‘খুব খারাপ খেলছি। মূল পর্বে সরাসরি ওঠা কঠিন হয়ে যাবে এরকম খেললে। এদিকে, মঙ্গলবার ব্রাজিলের ম্যাচে স্টেডিয়ামের আলো ২২ মিনিট বন্ধ ছিল।
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর


SHARE THIS

Author:

0 comments: