Tuesday, October 4, 2016

২০১৬ সালের জে এস সি পরীক্ষাথী ভাই বোনদের জন্য কমন উপযোগী ” বিজ্ঞান” বিষয়ে সৃজনশীল সাজেশান!!

জেএসসি সাধারন বিজ্ঞান সাজেশান 2016
১. A ও B মৌলের পারমানবিক সংখ্যা যথাক্রমে ১২ও ৯. A মৌলের পরমানুর ইলেকট্রনগুলো তিনটি কক্ষপথে কিন্তু B মৌলের পরমানুর ইলেকট্রন গুলো দুটি কক্ষপথে বিন্যস্তB মৌলের পরমানুর নিউট্রন সংখ্যা ১০.
ক) পরমানুর তিনটি কনার নাম লিখ খ) ইলেকট্রন বিন্যাস বলতে কি বুঝ গ) B মৌলের পরমানুর সংখ্যা নির্নয় করো ঘ) A ও B মৌলের পরমানুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শন পুর্বক এদের বন্ধন তৈরীর ক্ষমতা বিশ্লেষণ করো ।
২. (চিত্র হবে এখানে) ক) হরমন কী? খ) উদ্ভিদে অক্সিনের ভুমিকা ব্যাখ্যা কর্ গ) মানুষের গুরুমস্তিকে উপরের কোষটির অবস্থান ব্যাখ্যা কর্ ঘ) মানব দেহে উদ্দিপনা পরিবহনের উপর কোষটির গুরুত্ব বিশ্লেষণ কর।
৩. শায়মা অষ্টম শ্রেণীর ছাত্রীতাদের বাড়ির সামনের কিছু জমি পতিত ছিলসে এ জমিতে সখ করে মিষ্টি আলু ও কচুর চাষ করেছেএছাড়াও সে টবে কিছু পাথর কুচির গাছ লাগিয়েছে ক) ছত্রাক উদ্ভিদে কীসের মাধ্যমে প্রজনন ঘটায় খ) উদ্ভিদে কৃতিম অংগজ প্রজনন ঘটানোর উপায় কী? গ) সায়মার চাষ কৃত উদ্ভিদ গুলোর প্রজনন প্রকৃয়া ব্যাখ্যা কর্ ঘ) উক্ত প্রজনন প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা কর।
৪. ফুয়াদের ওজন ৫০ কিলোগ্রামসে ঢাকা বিমানবন্দর সংলগ্ন রেলস্টেশন এ ট্রেনের অপেক্ষায় দন্ডমান আছে ক) ভর কি? খ) স্পিং নিক্তি ব্যবহারের কয়েকটি সুবিধা লেখ গ) উক্ত স্থানে ফুয়াদের ওজন নির্নয় করো ঘ) পৃথিবীর বিভিন্ন স্থানে ফুয়াদের ওজনের তারতম্য গানিতিক ভাবে বিশ্লেষণ করো।
৫. সবুজ উদ্ভিদ >ঘাস ফড়িং> ব্যাং >সাপ>ঈগল ক)খাদ্যজাল কাকে বলে খ) বিয়োজক কি? ব্যাখ্যা করো গ) উদ্দিপকের রেখাচিত্রটি ব্যাখ্যা কর্ ঘ) উদ্দিপকের রেখাচিত্রে ঘাস ফড়িং য়ের উপদ্রব বেড়ে গেলে উদ্ভুত পরিস্থিতি বিশ্লেষণ করো!


SHARE THIS

Author:

0 comments: