Thursday, October 27, 2016

জেএসসি পরীক্ষার গণিত এবং পিএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১০০% কমন সাজেশন নিয়ে নিন!!!

জেএসসি পরীক্ষার পাটি গণিত সাজেশন - ২০১৬'
সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।
.
অনুশীলনী ১ : ১। ঘ , চ
, ২। ঙ,চ, ৩। ঘ ৪। (খ)
অনুশীলনী ২.১:
১ ,৩ ,৫,৭,৮ ,১০ ,১৩,১৪ ,১৬,১৭
উদাহরণ: ২ , ৬
অনুশীলনী ২.২:
৫,৬ ,৭,৮
অনুশীলনী ৩ : ৯ ,
১০ ,১১ ,১২ ,১৪,১৮ ,২০,২৩,২৪
উদাহরণ: ৯ ,১০
বীজ গণিত
অনুশীলনী ৪.১: ৩ (জ),
(ঠ), ৮ ,৯,১১,১২ ১৩। খ
,ঘ
অনুশীলনী ৪.২ : ৪ ,
৫,১২ ,১৩ ,১৫(ছ),১৬(গ),ঙ
,চ ,জ
উদাহরণ : ২৫,২৬
অনুশীলনী ৪.৩:
৯ ,১২ ,২৩,২৪ ,২৬ ,৩৪ ,৩৬ ,উদাহরণ

অনুশীলনী ৪.৪ : ১৮ ,
১৯ ,২৪,২৬ ,২৭ উদাহরণ
৫ , ৬
অনুশীলনী ৫.১ : ২(ঘ),
চ , ৩ (জ) ৫(খ) (গ),(ঝ)
(ঞ)
অনুশীলনী ৫.২ : ৬ (চ)
(ঝ), ৭ (ঝ)(ঘ) (ছ) (ঝ) ,
(ঞ) ,৯ (খ) (ঘ), উদাহরণ
: ১০ (গ)
অনুশীলনী ৬.১ :
৩,৫ ,৬ ,৮ ,৯ ,১২,১৪,১৫ ,২০,২৬
অনুশীলনী ৬.২ :
২,৪ ,৫ ,৮,১১ (খ) (চ)
উদাহরণ ৪, ৫
অনুশীলনী ৭ : ১ (গ)
(ঘ) , ৪ (ঘ) (ঙ) ৭
উদাহরণ ১০,১৪
জ্যামিতি
উপপাদ্য : ৩ ,৫ ,৯.২,৯.৩ ,
বৃত্তসংক্রান্ত
উপপাদ্যঃ ১,২ উপপাদ্য
অনুশীলনী ৮.১ঃ ৬
অনুশীলনী ৯ :
৩ ,৮ ,৯,১১ , উদাহরণ ৪
(বৃত্তের ব্যাসই
বৃহত্তম জ্যা প্রমাণ
কর)
সম্পাদ্য :
২ ,৩ ,৪,৫ ,৬,৭ ,
সম্পাদ্য অনুশীলনী :
৮.২ঃ ৩ (ঘ) , ৫, ৭, ৮ ,
১০,১২
পরিসংখ্যান
অনুশীলনী ১১ঃ
১০ ,১৩ ,১৪,১৬
.
#ধন্যবাদ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
.
সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত মডেল প্রশ্ন দেওয়া হলো।
.
(১) মুজিব নগর সরকার শপথ নিয়েছিল কবে ?
ক) ২৫শে এপ্রিল ১৯৭১ খ. ১০ই এপ্রিল ১৯৭১
গ. ১৭ই এপ্রিল ১৯৭১ ঘ. ২০শে এপ্রিল ১৯৭১
(২) তুমি মুজিবনগর সরকার সম্পর্কে বললে জানো। তো বল দেখি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. মওলানা ভাসানী
(৩) রাজিব তোমার কাছে জানতে চায় মুক্তিযুদ্ধকালে জেড ব্রিগেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন ? তো বল দেখি কে ছিলেন ?
ক. মেজর কে. এম শফিউল্লাহ
খ. মেজর জিয়াউর রহমান
গ. মেজর খালেদ মোশাররফ
ঘ. কর্ণেল ওসমানী
(৪) মুক্তিযুদ্ধকালে এদেশের খ্যাতিমান ব্যক্তিদের হত্যা করা হয়। তাঁদের উদ্দেশ্যে একটি দিবস পালন করা হয়। বল দেখি কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস ?
ক. ৭ই মার্চ খ. ২৫ শে মার্চ
গ. ১৭ই এপ্রিল ঘ. ১৪ই ডিসেম্বর
(৫) ভাষা আন্দোলন কত সালে ঘটেছিল ?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫১ সালে ঘ. ১৯৫২ সালে
(৬) মুক্তিযুদ্ধ শুরু হয় ?
ক. ১৯৫২ সালে ২৬ শে মার্চ
খ. ১৯৬৬ সালের ২৬ শে মার্চ
গ. ১৯৭১ সালের ২৬ শে মার্চ
ঘ. ১৯৭২ সালের ২৬ মার্চ
(৭) কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলছিল ?
ক. ৩ মাস খ. ৭ মাস গ. ৮ মাস ঘ. ৯ মাস
(৮) কোন সাল থেকে মুক্তিযুদ্ধ শুরু হয় ?
ক. ১৯৭১ সালের ২৫ শে মার্চ
খ. ১৯৭১ সালের ২৬ শে মার্চ
গ. ১৯৭১ সালের ২৭শে মার্চ
ঘ. ১৯৭১ সালের ২৮ শে মার্চ
(৯) মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
খ. ১৯৭১ সালের ৯ এপ্রিল
গ. ১৯৭১ সালের ১২এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
(১০) মুক্তিযুদ্ধকালে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ করতে মুক্তিবাহিনী গঠিত হয়। বল দেখি কত তারিখে মুক্তিবাহিনী গঠিত হয় ?
ক. ১৯৭১ সালের ১১ই জুলাই
খ. ১৯৭১ সালের ১২ই জুলাই
গ. ১৯৭১ সালের ১৩ই জুলাই
ঘ. ১৯৭১ সালের ১৫ই জুলাই
(১১) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ?
ক. কর্ণেল মুহম্মদ আতাউল গণি ওসমানী
খ. গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার
গ. লে. কর্ণেল আব্দুর রব ঘ. কেউ নন
(১২) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ?
ক. ১০ টি খ. ১১ টি গ. ১২ টি ঘ. ১৪টি
(১৩) ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল কত সালে গঠিত হয় ?
ক. ১৭০৫ সালে খ. ১৮৮৫ সালে
গ. ১৮০৫ সালে ঘ. ১৯৮৫ সালে
(১৪) রানু সুবিরকে বলল, বঙ্গভঙ্গ ঘটেছিল ১৯০৫ সালে। তা আবারো রদও হয়। রানু বলল, বল দেখি বঙ্গভঙ্গ রদ হয় কত সালে ?
ক. ১৯০৫ সালে খ. ১৯১২ সালে
গ. ১৯১১ সালে খ. ১৯০৬ সালে
(১৫) ঢাকায় ভারতীয় মুসলীম লীগ নামে রাজনৈতিক দল কত সালে আত্মপ্রকাশ করে ?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৪ সালে ঘ. ১৯১১ সালে
(১৬) রকি বলল, সে ঢাকায় বেড়াতে গিয়ে অনেক দর্শনীয় স্থান দেখেছে । তার বন্ধু তার কাছে জানতে চাইল কোথায় সিপাহী বিদ্রোহের বিদ্রোহী সিপাহীদের ফাঁসি দেওয়া হয় ?
ক. ঢাকার বাহাদুর শাহ পার্কে
খ. ঢাকার রমনা পার্কে
গ. ঢাকার রেসকোর্স ময়দানে
ঘ. ঢাকার শাহবাগে
(১৭) রতন তার বন্ধুর কাছে জানতে চাইল ১৯০৫ সালে কী হয়েছিল ?
ক. সিপাহী বিদ্রোহ খ. বাংলা ভাগ
গ. ভারত বিভক্তি ঘ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
(১৮) কে নব জাগরণের অগ্রদূত ছিলেন ?
ক. ক্ষুুদিরাম খ. চিত্তরঞ্জন দাস
গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(১৯) কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০
(২০) নারী জাগরণের অগ্রদূত ছিলেন—
ক. বেগম রোকেয়া খ. হেমা দাস
গ. প্রীতিলতা ঘ. দেবী চৌধুরানী
(২১) জাহিদ বলল তার বন্ধুকে, বলত দেখি কোন শতকে ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে এদেশে আসে ?
ক. সতের শতক খ. ষোলো শতক
গ. আঠারো শতক ঘ. চীেদ্দ শতক
(২২) রাজিব তার বন্ধুকে বলল বৃটিশরা ভারত বর্ষে ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গঠন করে। সে বলল, বলত দেখি তা কত সালে গঠিত হয় ?
ক. ১৫০০ সালে খ. ১৫৫০ সালে
গ. ১৬০০ সালে ঘ. ১৭০০ সালে
(২৩) নিচের কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত ?
ক. নতুন ভবন খ. শিল্প সাহিত্য
গ. জন্মহার ঘ. সিপাহি বিদ্রোহ
(২৪) রফিক কয়দিন আগে বগুড়া বেড়িয়ে আছে। তো তার বন্ধু রফিককে বলল— বল দেখি কোথায় বাংলাদেশের প্রাচীন ও বৃহত্ নগর ‘পুণ্ড্রনগর’ এর ধ্বংসাবশেষ রয়েছে ?
ক. রংপুরে খ সৈয়দপুরে
গ. মহাস্থানগড়ে ঘ. সোনারগাঁয়ে
(২৫) পুণ্ড্রনগর কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ?
ক. পাল আমলে খ. সেন আমলে
গ. মৌর্য আমলে ঘ. মুঘল আমলে
(২৬) রনজু তার বন্ধুকে বলল পুণ্ড্রনগর একটি নদীর তীরে অবস্থিত। তো সে বলল, বল দেখি পুণ্ড্রনগর কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা খ. পদ্মা গ. করতোয়া ঘ. ঘাঘট
(২৭) মহাস্থানগড়ে মাটি খুঁড়ে কোন শিলালিপি পাওয়া গেছে ?
ক. ব্রাহ্মী শিলালিপি খ. মৈথিলি শিলাল
গ. সংস্কৃত শিলালিপি ঘ. মৌর্য শিলালিপি
(২৮) উয়ারী ও বটেশ্বর কোন জেলায় অবস্থিত ?
ক. রংপুর খ. রাজশাহী গ. ঢাকা ঘ. নরসিংদী
(২৯) উয়ারী ও বটেশ্বর কিসের সাথে  যুক্ত ছিল?
ক. শিক্ষা খ. সমুদ্র বাণিজ্য
গ. চাকুরী ঘ. কোনটিই নয়
(৩০) পাহাড়পুর কোথায় অবস্থিত ?
ক. রাজশাহী খ. নওগাঁ গ. বগুড়া ঘ. সিরাজগঞ্জ
(৩১) পাহাড়পুরে কোন আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে ?
ক. সেন আমলের খ. পাল আমলের
গ. গুপ্ত আমলের ঘ. কোনটিই নয়
(৩২) পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটির নাম কী ?
ক. বাসু বিহার খ. সোমপুর মহাবিহার
গ. কোট বিহার ঘ. পাল বিহার
(৩৩) সোমপুর মহাবিহারে কতটি কুঠুরী রয়েছে?
ক. ১৭৫টি খ. ১৭৬টি গ. ১৭৭টি ঘ. ১৭৮টি
(৩৪) ময়নামতি কোন জেলায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম খ. কুমিল্লা গ. রাজশাহী ঘ. বগুড়া
(৩৫) কার কাহিনী ময়নামতি অঞ্চলের সাথে জড়িত ?
ক. রাজা মানিক চন্দ্রের স্ত্রী খ. বিজয় সেনের স্ত্রী গ. লক্ষণ সেনের স্ত্রী ঘ. রাজা চন্দ্রগোবিন্দের স্ত্রী
(৩৬) বাংলাদেশে কোন মাটিতে আলু চাষ হয় ?
ক. দোআঁশ এবং বেলে-দোআঁশ
খ. বেলে গ. এঁটেল ঘ. কোনটিতে নয়
(৩৭) বাংলাদেশের প্রধান অর্থকরি কৃষিদ্রব্য হচ্ছে—
ক. তামাক খ. চা গ. আখ ঘ. পাট
(৩৮) রকিদের ঘরের মেঝেতে কার্পেট বিছানো আছে বলে বলল। তা শুনে স্যার জানতে চাইল, বল দেখি কার্পেট কী দিয়ে তৈরি হয় ?
ক. পাট খ. আখ
গ. নারকেলের ছোবড়া ঘ. চায়ের পাতা
(৩৯) বাংলাদেশের কয়েক লক্ষ নারী কোন শিল্পে কাজ করে ?
ক. পাট শিল্পে খ. পোশাক শিল্পে
গ. সার শিল্পে ঘ. চা শিল্পে
(৪০) বাংলাদেশের প্রাচীন শিল্প কী ?
ক. তাঁত শিল্প খ. সিমেন্ট শিল্প
গ. সার শিল্প ঘ. কাগজ শিল্প
(৪১) মৃত্ শিল্প সম্পর্কিত —
ক. কাঁচ খ. কাঁসা গ. মাটি ঘ.সোনা
(৪২) পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ পাট উত্পাদন হয় কোন দেশে ?
ক. ভারতে খ. চীনে গ. বাংলাদেশে ঘ. নেপালে
(৪৩) কোনটি রপ্তানি করে প্রতিবছর বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে ?
ক. চা খ. তামাক গ. চিনি ঘ পোশাক
(৪৪) বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ ?
ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%
(৪৫) বর্তমানে (২০১১—১২ অর্থবছরে) বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায়—
ক. ২০% খ. ৩০% গ. ২৫% ঘ ৩৫%
(৪৬) বাংলাদেশে কোন অঞ্চলে সাধারণত রেশম গুটি চাষ হয় ?
ক. উত্তরাঞ্চল খ. পূর্বাঞ্চল
গ মধ্যঞ্চল ঘ. কোন অঞ্চলে নয়
(৪৭) বাংলাদেশের পোশাক খাত ছাড়াও আর কোন খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় ?
ক. জনশক্তি রপ্তানি খ. চা শিল্প
গ. ধান ঘ. কোনটিই নয়
(৪৮) বাংলাদেশ একটি —
ক. কৃষি প্রধান দেশ খ. শিল্প প্রধান দেশ
খ. রপ্তানি প্রধান দেশ গ. কোনটিই নয়
(৪৯) পাট, চা ও তামাক —
ক. অর্থকরি কৃষিদ্রব্য খ খাদ্যদ্রব্য
গ. আমদানি দ্রব্য ঘ. কোনটিই নয়
(৫০) এদেশের কৃষিজ আয়ের কত ভাগ আসে মাছ থেকে ?
ক. ২০% খ. ২১% গ. ২৩% ঘ. ২৫%
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। ১´১৫ = ১৫
(ক) কত সালে ভাষা আন্দোলন হয় ?
(খ) কত সালে ৬ দফা আন্দোলন হয় ?
(গ) কত তারিখে পাকিস্তানীরা নারকীয় গণহত্যা চালায় ?
(ঘ) কত তারিখে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ?
(ঙ) কত তারিখে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে?
(চ) ইংরেজরা কী উদ্দেশ্যে এ অঞ্চলে আসে ?
(ছ) কত তারিখে পলাশীর যুদ্ধ ঘটে ?
(জ) ইংরেজ ছাড়াও আরো কোন কোন জাতি বাণিজ্য করার নামে এদেশে এসেছিল ?
(ঝ) পুণ্ড্রনগর কোথায় অবস্থিত ?
(ঞ) পুণ্ড্রনগর কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(ট) পুণ্ড্রনগর বগুড়া শহর থেকে কোনদিকে অবস্থিত ?
(ঠ) বাংলাদেশের তিনটি প্রধান কৃষিজাত দ্রব্যের নাম লিখ।
(ড) বাংলাদেশের তিনটি প্রধান অর্থকরি কৃষিদ্রব্যের নাম লিখ।
(ঢ) বাংলাদেশের বেশির ভাগ মানুষ কিসের সঙ্গে যুক্ত?
(ণ) নদী ও পুকুরের পানি দূষিত হওয়ার অধিক যুক্তিযুক্ত কারণ কোনটি বলে মনে হয় ?
৩। ক, খ, গ, ঘ ও ঙ নং প্রশ্নসহ যেকোন ৭টি প্রশ্নের উত্তর দাও। ৫ ´ ৭ = ৩৫
(ক) মুক্তিবাহিনী কীভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে ৫টি বাক্যে লেখ।
(খ) মুক্তিযুদ্ধের তাত্পর্য ৫টি বাক্যে লিখ।
(গ) মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছিলেন? সংক্ষেপে লেখ।
(ঘ) ব্রিটিশদের ‘ভাগ কর শাসন কর ’ নীতির ফলে কী হয়েছিল ? সংক্ষেপে লেখ।
(ঙ) ‘ভাতের বিকল্প হিসেবে আলু গ্রহণ করতে পারি। ’ কথাটি ৫টি বাক্যে বুঝিয়ে লেখ।
(চ) বাংলার শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ শাসনের ৫টি প্রভাব লেখ।
(ছ) পলাশীর যুদ্ধের ৫টি কারণ লেখ।
(জ) আমাদের প্রধান খাদ্য কী ? এ সম্পর্কে ৫টি বাক্য লেখ।
(ঝ) বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে বর্নণা কর ৫টি বাক্যে যা তুমি দেখেছ।
(ঞ) আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ৫টি গুরুত্ব লেখ।


SHARE THIS

Author:

0 comments: