বিনোদন ডেস্ক: বছর চার পর ‘খোকাবাবু’ র সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শুভশ্রীকে। সেই রোম্যান্সের টুকরো মুহূর্ত এখন ঘুরে ফিরছে ওয়াল টু ওয়াল।
স্বামী-স্ত্রীর চরিত্রে ‘ধূমকেতু’-তে অভিনয় করতে দেখা যাবে প্রাক্তন এই জুটিকে। বর-বেশী দেব ও কনের সাজে শুভশ্রীর মুক্তি পেয়েছিল এই ছবির ফাস্ট-লুক। প্রথম লুকে বিয়ের বেশে ধরা দিয়েই ফ্যানদের মন জয় করেছেন তাঁরা। সকলে একবাক্যে প্রায় স্বীকার করেছিলেন, এ জুটির সারল্যই এদের ইউএসপি। বিয়ের
সাজে তাদের ছবির সেই সারল্যই যেন বোল্ড করেছিল ফ্যানদের। আর এখন সামনে এসেছে দুজনের নৌকাবিহারের ছবি।
dhumketuজীবনে হঠাৎ করে এমন এক সম্পর্ক আসে যা পাল্টে দেয় সব কিছু। কিছু সময়ের সঙ্গী সে হয়। তারপর মিলিয়ে যায় অন্ধকারে। এমনই এক কাহিনি ‘ধূমকেতু’।
সম্পর্কের চোরাটান ছাপিয়ে পেশাদারিত্বের আলোতে ফিরেছেন দেব-শুভশ্রী। কিন্তু এতোদিন ছবির নায়ক-নায়িকারা ছাড়া সবটাই সিনেপ্রমীদের কাছে ধোঁয়াশা। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক। জানালেন, “ ‘ধূমকেতু’ এক উগ্রপন্থী পরিবারের গল্প। এমন এক জীবনের কাহিনি যা হঠাৎ করে আসে আবার হঠাৎ করে মিলিয়ে যায়”।
এদিকে এ ছবি দিয়েই প্রযোজক দেবের যাত্রা৷ শুভশ্রীকে সঙ্গে নিয়েই সে যাত্রা শুরু করেছেন নায়ক৷ বেশ কয়েক বছর অন্তরালে থাকলেও ধূমকেতুর মতোই যেন ফিরে এসেছে এ জুটি। বড়দিনের মরশুমে মুক্তি পেতে চলেছে প্রাক্তন জুটির পর্দার প্রেমকাহিনি।-কলকাতা২৪
২৬ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
0 comments: