আবু সালেহ আকন, ঢাকা : বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা যে কতোটা ভালো মানুষ তার প্রমাণ মিললো একটু আগেও। একজন ভক্ত মাঠে নেমে তাকে জড়িয়ে ধরলেন।
সিকিউরিটির লোকজন দৌড়ে এসে ওই ভক্তকে
যখন টানা হেচড়া শুরু করলো তখন মাশরাফি ওই ভক্তকে বুকে আগলে ধরলেন। বুকে জড়িয়ে নিয়েই তাকে মাঠ থেকে বের করলেন।
একই সঙ্গে অনুরোধ করলেন তাকে যেন হেনস্থা করা না হয়। কতোটা ভালো মানুষ হলে এটা সম্ভব! যারা টিভিতে বা সরাসরি খেলা প্রত্যক্ষ করেছেন তাদের কারো দৃষ্টি এড়ায়নি বিষয়টি। এদেশে যেন এই মাশরাফিদের যুগে যুগে জন্ম হয় সেই দোয়া করি মহান আল্লাহর দরবারে।
২ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
0 comments: