প্রথমে আমার সালাম নেবেন ।
আশা করি ভালো আছেন ।
কারণ www.ahtrickbd.comএর সাথে থাকলে সবাই ভালো থাকে ।
আর আপনাদের দোয়ায় আমি ও ভালো
আছি । তাই আজ নিয়ে এলাম
আপনাদের জন্য আরেক টা নতুন অসাম
টিপস । আর কথা বাড়াবো না কাজের
কথায় আসি ।
জিপিতে নিয়ে নিন 200 MB
ইন্টারনেট সম্পূর্ন বিনামূল্যে, 50 MB
করে ৪ বার নিতে পারবেন মোট ২০০
mb সবাই পাবেন না তবে আমার মত
ট্রাই করে দেখতে পারেন
নিতে- ডায়াল করুন: *5000*213#
• মেয়াদ: 7 দিন।
• এমবি চেক করতে : *566*13#
আমি ৫০ mb করে এভাবে ৩ বারে ১৫০
এমবি করে ফ্রি নিলাম তাই
আপনারাও ট্রাই করে দেখুন। ভূল ত্রুটি
হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ এই র্পযন্তই। দেখা হবে আগামী
টিউনে। সে র্পযন্ত আপনারা ভাল
থাকবেন,সুস্থ থাকবেন এই শুভ
প্রত্যাশা কামনা করে আজকের মত
বিদায় নিচ্ছি।
কোন প্রবলেম হলে আমাকে
জানাবেন। অাজ এখানেই শেষ করছি।
সবাই ভাল থাকবেন,
0 comments: