Saturday, November 19, 2016

নোট বাতিল করে মোদি মানুষকে ভিখারীতে পরিণত করেছে

ঢাকা অফিস- রবিবার, নভেম্বর ২০, ২০১৬

ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আচ্ছে দিন’ (সুদিন) আনতে পারেননি, নোট বাতিল করে মানুষকে দরিদ্র এবং ভিখারিতে পরিণত করেছেন।” গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তর প্রদেশের আলীগড়ে দলীয় এক সভায় তিনি ওই মন্তব্য করেন।

ওয়াইসি বলেন, ‘নোট বাতিলের সিদ্ধান্তে সবচেয়ে বেশি হয়রানিতে পড়েছে গরীব মানুষ। ৪০ কোটি মানুষ নিজের নাম পর্যন্ত লিখতে পারেন না। কেবলমাত্র ৩ শতাংশ মানুষের কাছে ডেবিট এবং ক্রেডিট কার্ড আছে। ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মানুষ যখন মরছেন, তখন মোদিজি জাপানে যেয়ে হাসছেন। নোট বাতিলের সিদ্ধান্তে দুর্নীতি নয়, গরীব মানুষ শেষ হয়ে যাবে। নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে ৫৫ জনের মৃত্যু হয়েছে, এজন্য কে দায়ী?’

তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, আলীগড়ের বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। গরীব মানুষদের অন্য কোথাও বিনিয়োগ নেই, যাদের বেঁচে থাকার ভিত্তি নগদ ক্যাশ, তারাই সমস্যায় পড়েছেন।’

ওয়াইসি বিজেপি’র সঙ্গে রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির যোগসাজশ প্রসঙ্গে বলেন, ‘বাদায়ুতে নাজীব আহমেদের (দিল্লির জেএনইউ থেকে নিখোঁজ ছাত্র) বাড়িতে সমাজবাদী পার্টির কোনো এমপি যাচ্ছেন না। কিন্তু সমাজবাদী প্রধান মুলায়ম সিং পরিবারের বিয়েতে মোদিজি চলে আসছেন। এ কী ধরণের নাটক। এটাই কি মুসলিমদের সঙ্গে সমাজবাদী পার্টির সহানুভুতির প্রকাশ?’

তিনি বলেন, ‘নির্বাচনের সময় সেক্যুলার দলেরা চায় মুসলিমরা যেন সেক্যুলার দলকে ভোট দেয়। সেক্যুলারিজমের সমগ্র বোঝা কী শুধু মুসলিমরাই ওঠাবে? নিজেদেরকে সেক্যুলার বলে দাবি করা সমাজবাদী পার্টির আমলেই মুজাফফরনগর দাঙ্গার সময় গণহত্যা হয়েছে। ৫০ হাজারেরও বেশি মুসলিমরা শরণার্থীর মত দিন যাপন করছেন। এটাই কী মুসলিমদের প্রতি ভালোবাসা?’

তিনি ২০১৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।


SHARE THIS

Author:

0 comments: