পিএসসি পরীক্ষা-২০১৬
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
রচনামূলক প্রশ্ন:
ক) সার্কের ৫টি উদ্দেশ্য লেখ।
খ) ইউনিসেফ এর ৫টি কাজ লেখ।
গ) মুক্তিযুদ্ধের সময় এদেশের ৫টি ক্ষয়ক্ষতি উল্লেখ কর।
ঘ) বেগম রোকেয়া কে ছিলেন? নারীদের উন্নয়নে বেগম রোকেয়ার ৪টি অবদান লেখ।
ঙ) আমাদের অর্থনীতিতে পোশাক শিল্পের ৫টি গুরুত্ব লেখ।
চ) পলাশী যুদ্ধের ৫টি ফলাফল লেখ।
ছ) ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে কেন ৫টি বাক্যে লিখ।
জ) আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ৫টি গুরুত্ব লেখ।
ঝ) বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ৫টি কারন লেখ।
ঞ) জাতিসংঘের ৫টি উদ্দেশ্য লেখ।
প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সংক্ষেপে উত্তর ৩০টি): (all board)
মডেল-১:
সংক্ষেপে উত্তর দাও : ১৫
ক) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
খ) মুক্তিবাহিনীর প্রধান ছিলেন কে?
গ) কেন ইস্ট ইন্ডিয়া কম্পানি প্রতিষ্ঠা করা হয়?
ঘ) কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
ঙ) মহাস্থানগড় কোথায় অবস্থিত?
চ) বাংলাদেশের কোন কোন জেলায় বেশি পাট উত্পন্ন হয়?
ছ) ভূ-গর্ভের পানি উত্তোলনের ফলে কী হচ্ছে?
জ) আবহাওয়া কাকে বলে?
ঝ) নদী ভাঙনের অন্যতম প্রধান কারণ কী।
ঞ) কিভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়?
ট) নারী নির্যাতনের কারণে কী হয়?
ঠ) গণতান্ত্রিক মনোভাব কাকে বলে?
ড) ১৯৫৭ সালে নারী শ্রমিকেরা কিসের দাবিতে রাজপথে আন্দোলন করেন?
ঢ) গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
ণ) কখন জাতিসংঘ গঠিত হয়?
মডেল-২:
সংক্ষেপে উত্তর দাও: ১৫
ক. ‘অপারেশন সার্চ লাইট’ কী?
খ. কোন সময়টি ইতিহাসে কম্পানির শাসন নামে পরিচিত?
গ. কত সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ নামে রাজনৈতিক দলটি গঠিত হয়?
ঘ. কখন এবং কেন পানামনগর নির্মিত হয়েছিল?
ঙ. বাংলাদেশের পাটকলগুলো প্রধানত কোথায় অবস্থিত?
চ. কুটির শিল্প কাকে বলে? উদাহরণ দাও।
ছ. ভূগর্ভের পানি উত্তোলনের ফলে কী হচ্ছে?
জ. বাংলাদেশে কেন নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে?
ঝ. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি হওয়ার কারণ কী?
ঞ. ১৮৫৭ সালে পোশাক কারখানার নারী গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?
ট. বাংলাদেশে কেন এবং কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে?
ঠ. ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় লেখো।
ড. নাগরিক থেকে প্রাপ্ত কর দিয়ে রাষ্ট্র কী করে?
ঢ. ওঁরাওদের খাবার সম্পর্কে লেখো।
ণ. কোন দেশগুলো এখনো জাতিসংঘের সদস্যপদ লাভ করেনি?
"Suggestion"১০০%"সঠিক৲
প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সঠিক উত্তর ১০০ টি): (all board)
মডেল-১:
সঠিক উত্তর লেখো : ১–৫০ = ৫০
১। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে?
ক. ২৫ এপ্রিল ১৯৭১
খ. ১০ এপ্রিল ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১
ঘ. ২০ এপ্রিল ১৯৭১
২। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অধ্যাপক মুনীর চৌধুরীকে হত্যা করা হয়। তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
ক. সাংবাদিকতায়
খ. সাহিত্য ও শিক্ষকতায়
গ. চিকিৎসায়
ঘ. শিক্ষকতায়
৩। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করে কত বছর?
ক. দীর্ঘ ১৫ বছর
খ. দীর্ঘ ১৮ বছর
গ. দীর্ঘ ২১ বছর
ঘ. দীর্ঘ ২৩ বছর
৪। সতেরো শতকে ইংরেজরা প্রথম এ দেশে আসে। এই অঞ্চলের ওপর তাদের আগ্রহের কারণ কোনটি ছিল?
ক. বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা করা
খ. বাংলার সম্পদ
গ. বাণিজ্য করা
ঘ. ইস্ট ইন্ডিয়া কম্পানি প্রতিষ্ঠা
৫। নিচের কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি আমদানি হয়?
ক. ধান
খ. গম
গ. ডাল
ঘ. ভুট্টা
৬। নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকারকে তুমি কোন ধরনের অধিকার হিসেবে মনে করবে?
ক. রাজনৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. মানবাধিকার
ঘ. মৌলিক অধিকার
৭। আদিবার বাবা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার একটি সেমিনারে অংশগ্রহণ করবেন। এর জন্য তিনি কোন দেশে যাবেন?
ক. জার্মানি
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ইতালি
৮। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে আমাদের কী ক্ষতি হবে?
ক. পানি ও বাতাস দূষিত হবে
খ. বন ধ্বংস হবে
গ. খাদ্য, কৃষি ও অন্যান্য উৎপাদন কমে যাবে
ঘ. কৃষি জমির উর্বরতা নষ্ট হবে
৯। অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রয়োজন?
ক. যন্ত্রপাতি
খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. পোশাক
ঘ. মূলধন
১০। সরকারিভাবে ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালন করা হয়। এই দিনটি বেগম রোকেয়ার—
ক. জন্ম দিবস
খ. মৃত্যু দিবস
গ. বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস
ঘ. প্রথম লেখা প্রকাশ হওয়ার দিবস
১১। তুমি যদি মুজিবনগর সরকারের তাজউদ্দীনের ভূমিকা পালন করতে তবে তোমার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য হতো?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. পররাষ্ট্রমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১২। একটি শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তুমি একে কী বলবে?
ক. মানবাধিকার চর্চা
খ. মানবাধিকার লঙ্ঘন
গ. মানবাধিকার বর্জন
ঘ. মানবাধিকার সংরক্ষণ
১৩। তোমার শ্রেণিতে শ্রেণিনেতা নির্বাচনে তুমি কোন পদ্ধতি গ্রহণ করবে?
ক. গণতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. স্বৈরতন্ত্র
ঘ. কোনোটিই নয়
১৪। সোহানা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি জেলায় বাস করে। তার এলাকাটি কোন ধরনের দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ?
ক. বন্যা খ. খরা
গ. ভূমিকম্প ঘ. ঘূর্ণিঝড়
১৫। শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কেন?
ক. যাতায়াত সহজ বলে
খ. গৌরব ধরে রাখার জন্য
গ. একসময় রাজধানী ছিল বলে
ঘ. ঢাকার কাছে বলে
১৬। বর্ষা মৌসুমের প্রধান ফসল কোনটি?
ক. আমন ধান
খ. বোরো ধান
গ. ইরি ধান
ঘ. উফশী ধান
১৭। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কোন বিষয় নিয়ে কাজ করছে?
ক. নারীর অধিকার
খ. শিশুশ্রম
গ. নারী নির্যাতন প্রতিরোধ
ঘ. নারী শিক্ষা
১৮। মনিকা বলল, পৃথিবীর বুকে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে কিভাবে?
ক. জাতিসংঘের মাধ্যমে
খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
গ. গৃহযুদ্ধের মাধ্যমে
ঘ. গণ-অভ্যুত্থানের মাধ্যমে
১৯। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
ক. ১৯১১ সালে
খ. ১৯০৫ সালে
গ. ১৯০৬ সালে
ঘ. ১৯১০ সালে
২০। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কোনটি?
ক. ধান খ. পাট
গ. চা ঘ. তামাক
২১। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হলে শিশুদের কোন ধরনের অধিকার লঙ্ঘিত হয়?
ক. মানবাধিকার
খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. সাংস্কৃতিক অধিকার
২২। অনেক শিশু লেখাপড়া না করে ঝরে পড়ে কেন?
ক. লেখাপড়া করতে চায় না বলে
খ. পরিবারকে কাজে সাহায্য করতে হয় বলে
গ. দুষ্ট বলে
ঘ. খেলাধুলা করতে চায় বলে
২৩। কোন সমাজ মাতৃতান্ত্রিক?
ক. ম্রো
খ. খাসি
গ. ত্রিপুরা
ঘ. ওঁরাও
২৪। তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন?
ক. উৎপাদন খরচ কম বলে
খ. লোকসান হয় বলে
গ. লাভ কম হয় বলে
ঘ. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে
২৫। বিদেশে বাংলাদেশের চায়ের চাহিদা রয়েছে। এর কারণ—
ক. বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম
খ. বাংলাদেশি চায়ের দাম কম
গ. বাংলাদেশে অনেক চা হয়
ঘ. বাংলাদেশ থেকে চা আমদানি সহজ
২৬। রুপা বাহাদুর শাহ পার্কের ইতিহাস পড়ে জানতে পারল যে এই পার্কে ইংরেজ শাসনামলে একদল বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়। উক্ত বিদ্রোহের নাম ছিল—
ক. সিপাহি বিদ্রোহ
খ. নীল বিদ্রোহ
গ. ফকির সন্ন্যাসী বিদ্রোহ
ঘ. সাঁওতাল বিদ্রোহ
২৭। তোমার শ্রেণিতে এমন একজন বন্ধু আছে, যার ভাষার ব্যবহার অন্যদের থেকে ভিন্ন। সে কোন ধরনের সমস্যায় ভুগছে—
ক. শারীরিক খ. মানসিক
গ. আচরণিক
ঘ. বিকা
২৮। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ ছিল—
ক. ইংরেজদের ক্রমবর্ধমান শক্তি
খ. প্রধান সেনাপতি ও প্রভাবশালী বণিকগোষ্ঠীর ষড়যন্ত্র
গ. বড় খালার বিরোধিতা
ঘ. সব কয়টি
২৯। তোমার দাদা ‘বীর প্রতীক’ হলে তিনি কোন পুরস্কারটি পেয়েছেন?
ক. সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার
খ. দ্বিতীয় বীরত্বসূচক পুরস্কার
গ. তৃতীয় বীরত্বসূচক পুরস্কার
ঘ. চতুর্থ বীরত্বসূচক পুরস্কার
৩০। নায়না তার পরিবারের সঙ্গে সোনারগাঁ ভ্রমণে গিয়ে মধ্যযুগের তৈরি কিছু নিদর্শন দেখতে পায়। তার দেখা নিদর্শন কোন নদীর তীরে অবস্থিত?
ক. তুরাগ খ. শীতলক্ষ্যা
গ. মেঘনা ঘ. বুড়িগঙ্গা
৩১। দুর্যোগের পূর্বাভাস জানতে কোনটি ব্যবহূত হয় না?
ক. রেডিও
খ. টেলিভিশন
গ. মাইক
ঘ. টাইম রেকর্ডার
৩২। কত বছরের নিচে শিশুশ্রম বেআইনি?
ক. ১৭ বছরের
খ. ১৮ বছরের
গ. ১৯ বছরের
ঘ. ২০ বছরের
৩৩। আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?
ক. বাড়ি
খ. বিদ্যালয়ে
গ. শ্রেণিকক্ষে
ঘ. সব ক্ষেত্রে
৩৪। কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৫
খ. ১৯৪৭
গ. ১৯৪৯
ঘ. ১৯৫০
৩৫। বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নকাজ পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব কার?
ক. ইউএনডিপি
খ. এফএও
গ. ইউনেসকো
ঘ. বিশ্বব্যাংক
৩৬। লিপি খাগড়াছড়ি বেড়াতে গিয়ে দেখল ত্রিপুরা নারীরা এক ধরনের পোশাক পরে। এই পোশাকটির নাম কী?
ক. কাজিম পিন
খ. রিনাইরিসা
গ. ফুংগমারুং
ঘ. ওয়াংলাই
৩৭। রাইসাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারা কিভাবে সিদ্ধান্ত নেবে?
ক. সবাই মিলে আলোচনা করে
খ. কয়েকজন মিলে কথা বলে
গ. শুধু শিক্ষকদের মত নিয়ে
ঘ. কারো সঙ্গে আলোচনা না করে
৩৮। এ দেশে কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধির কারণ হচ্ছে—
ক. অতিবৃষ্টি
খ. অনাবৃষ্টি
গ. জলবায়ু পরিবর্তন
ঘ. আর্দ্রতা পরিবর্তন
৩৯। তুমি যদি গাছ না লাগিয়ে শুধু কেটে ফেল তবে কোনটি ঘটবে?
ক. খরা
খ. ভূমিকম্প
গ. অতিবৃষ্টি
ঘ. ঘূর্ণিঝড়
৪০। আমাদের দেশে শিক্ষা ক্ষেত্রে মেয়েদের ঝরে পড়ার হার অনেক বেশি। বাংলাদেশে এই ঝরে পড়ার হার কত?
ক. ৩৪%
খ. ৩২%
গ. ২৮%
ঘ. ২৫%
৪১। ‘অপারেশন সার্চ লাইট’ কেন পরিচালিত হয়েছিল বলে তুমি মনে করো?
ক. পাকিস্তানিদের দমনের জন্য
খ. বাঙালি নিধনের জন্য
গ. যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য
ঘ. রাজাকার নিধনের জন্য
৪২। মোগল আমলে বাংলার নবাবদের জন্য বুড়িগঙ্গা নদীর তীরে একটি প্রাসাদ নির্মিত হয়। এই প্রাসাদটি তৈরি করেন—
ক. শেখ এনায়েতউল্লাহ
খ. শেখ মতিউল্লাহ
গ. শেখ আলিমুল্লাহ
ঘ. নবাব আবদুল গণি
৪৩। সাদেকের বাড়ি করতোয়া নদীর পাশে। সাদেকের বাড়ির পাশে অবস্থিত—
ক. ময়নামতি
খ. সোমপুর মহাবিহার
গ. মহাস্থানগড়
ঘ. উয়ারী-বটেশ্বর
৪৪। গমচাষি হারুন মিয়ার উৎপাদিত ফসল থেকে তৈরি খাদ্য ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। এর ফলে কী ঘটবে?
ক. ফসলের উৎপাদন মূল্য বৃদ্ধি পাবে
খ. ফসলের চাষের প্রসার ঘটবে
গ. ফসলের উৎপাদন মূল্য হ্রাস পাবে
ঘ. ফসলের চাহিদা হ্রাস পাবে
৪৫। কখন প্রায় ২০০০ নারী তাদের কর্মক্ষেত্র থেকে রাস্তায় আন্দোলনে নেমেছিল?
ক. ১৮৫৭ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯০৮ সালে
ঘ. ১৯১৫ সালে
৪৬। কবিরদের গ্রামের অতিরিক্ত জনসংখ্যা কিভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে বলে মনে করো?
ক. অধিক উপার্জন করে
খ. দক্ষ জনসম্পদে রূপান্তরিত হলে
গ. সুস্বাস্থ্যের অধিকারী হলে
ঘ. মানবসম্পদ রপ্তানি করে
৪৭। ইস্ট ইন্ডিয়া কম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৭০০ সালে
খ. ১৬০০ সালে
গ. ১৭৫০ সালে
ঘ. ১৬৫০ সালে
৪৮। প্রতিবছর ২৪ অক্টোবর কোন দিবসটি পালিত হয়?
ক. পরিবেশ দিবস
খ. জাতিসংঘ দিবস
গ. মা দিবস
ঘ. নারী দিবস
৪৯। ম্রো জাতিসত্তার সদস্য ওয়াংথাইয়ের তিন বছর বয়সে কান ছিদ্র করা হয়েছে। তার কান ওই বয়সে ছিদ্র করা হয়েছে কেন?
ক. ধর্মীয় আচার হিসেবে
খ. সুন্দর দেখানোর জন্য
গ. সময়ের রীতি হিসেবে
ঘ. পারিবারিক স্বীকৃতির জন্য
৫০। শিলা প্রায়ই তার শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়। এ ক্ষেত্রে শিলার কোন অধিকারটি খর্ব হচ্ছে?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. মানবাধিকার
মডেল-২:
সঠিক উত্তরটি খাতায় লেখো : ৫০
১। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়—
ক. ১৯৭১ সালের ২১ মার্চ
খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
গ. ১৯৭১ সালের ২১ ফেব্রুয়ারি
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
২। হাসেম মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করে। তুমি যদি ফরহাদের সহযোদ্ধা হতে তবে তুমি কোন অঞ্চলে যুদ্ধ করতে?
ক. কিশোরগঞ্জ খ. ঢাকা
গ. সাতক্ষীরা ঘ. সিলেট
৩। ‘মুজিবনগর সরকার’ কী ধরনের সরকার ছিল?
ক. স্থায়ী খ. অস্থায়ী
গ. সংসদীয় ঘ. সাময়িক
৪। কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল?
ক. ১৯৭১ সালে খ. ১৭৭০ সালে
গ. ১৭৭২ সালে ঘ. ১৭৭৫ সালে
৫। ইংরেজ ও ইউরোপীয় বণিকরা কেন বাংলায় এসেছিল?
ক. চিকিৎসা নিতে খ. বাণিজ্য করতে
গ. বেড়াতে ঘ. দান করতে
৬। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ হিসেবে তুমি কোনটি মনে করো?
ক. সঠিক যুদ্ধে কৌশলের অভাব খ. মীর জাফরের বিশ্বাসঘাতকতা
গ. প্রয়োজনীয় অস্ত্রের অভাব
ঘ. সৈন্যদের অদক্ষতা
৮। ভারতীয় জনগণকে শোষণ এবং নিজেদের লাভ বৃদ্ধির জন্য ব্রিটিশ সরকার সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে তুলে নেয়। তারা কোন পদ্ধতিতে শাসনক্ষমতা গ্রহণ করেছিল?
ক. কম্পানির শাসন রদ করে
খ. পলাশীর যুদ্ধে জয়লাভ করে
গ. সিপাহি বিদ্রোহ দমন করে
ঘ. নির্বাচনে জয়লাভ করে
৯। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল একটি উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য। নিচের কোনটি বঙ্গভঙ্গের সঠিক উদ্দেশ্য?
ক. বাংলার উন্নতি
খ. শিক্ষা ও যোগাযোগের উন্নয়ন
গ. জাতীয়তাবাদী আন্দোলন দমন
ঘ. উপমহাদেশের স্বাধীনতা
১০। আহছান মঞ্জিল তৈরি হয়েছে নদীতীরের এক মনোরম পরিবেশে। নদীটির নাম কি?
ক. ধলেশ্বরী খ. শীতলক্ষ্যা
গ. বুড়িগঙ্গা ঘ. তুরাগ
১১। ‘সোমপুর মহাবিহার’ দেখতে হলে তোমাকে কোথায় যেতে হবে?
ক. বগুড়া খ. কুমিল্লা
গ. রাজশাহী ঘ. চট্টগ্রাম
১২। কোন সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল?
ক. মহাস্থানগড় খ. পাহাড়পুর
গ. ময়নামতি ঘ. উয়ারী বটেশ্বর
১৩। রুবা তার বাবার সঙ্গে বেড়াতে গিয়ে গিয়াস উদ্দীন আযম শাহের মাজার দেখতে পায়। রুবা কোথায় গিয়েছিল?
ক. লালবাগ কেল্লা খ. আহছান মঞ্জিল
গ. সোনারগাঁও ঘ. সাভার
১৪। কোথায় হিন্দু ও জৈন ধর্মের নিদর্শন পাওয়া গেছে?
ক. মহাস্থানগড়ে খ. ময়নামতিতে
গ. পাহাড়পুরে ঘ. সোনারগাঁয়ে
১৫। বাংলাদেশ বর্তমানে তার রপ্তানি আয়ের সিংহভাগ কোন শিল্পের মাধ্যমে অর্জন করছে?
ক. চিনিশিল্প খ. পাটশিল্প
গ. পোশাকশিল্প ঘ. কাগজশিল্প
১৬। বাংলাদেশে গৃহহীন লোকের সংখ্যা কত?
ক. ১০ লাখ খ. ১২ লাখ
গ. ৮ লাখ ঘ. ৯ লাখ
১৭। বাংলাদেশে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য হিসেবে কোনটি ব্যবহূত হয়?
ক. আলু খ. ভুট্টা
গ. গম ঘ. ডাল
১৮। নিচের কোনটি অর্থকরী কৃষিপণ্য?
ক. ধান খ. গম
গ. ডাল ঘ. চা
১৯। বাংলাদেশে কোন আলুর চাষ বেশি হয়?
ক. বড় আলু খ. ছোট আলু
গ. লাল আলু ঘ. গোল আলু
২০। রুবেলদের গ্রামের অতিরিক্ত জনসংখ্যা কিভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে পারে বলে তুমি মনে করো।
ক. অধিক উপার্জন করে
খ. দক্ষ জনসম্পদে রূপান্তরিত করে
গ. সুস্বাস্থ্যের অধিকারী হয়ে
ঘ. মানবসম্পদ রপ্তানি করে
২১। বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা সরকারের কোন কর্মসূচিকে বাধা প্রদান করে?
ক. জনশক্তি পরিকল্পনা
খ. দারিদ্র্য বিমোচন
গ. সাংস্কৃতিক পরিকল্পনা
ঘ. রাজনৈতিক পরিকল্পনা
২২। বিদেশে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি শ্রমিক কম মজুরিতে কাজ করছে। এর কারণ—
ক. নতুন পরিবেশ খ. অদক্ষতা
গ. ভাষা না জানা ঘ. অলসতা
২৩। বাংলাদেশের খাদ্য ঘাটতির প্রধান কারণ কোনটি?
ক. প্রাকৃতিক দুর্যোগ
খ. প্রাচীন চাষাবাদ পদ্ধতি
গ. অতিরিক্ত জনসংখ্যা
ঘ. জমির উৎপাদনশীলতা হ্রাস
২৪। শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কোন ধরনের দুর্যোগ দেখা দেয়?
ক. বন্যা খ. খরা
গ. ভূমিকম্প ঘ. নদী ভাঙন
২৫। বর্ষার সময় মুন্সীগঞ্জের বিশাল এলাকা পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে চলে যায়। সেখানে নদী ভাঙনের জন্য কোন কারণটিকে দায়ী করা যায়?
ক. প্রাকৃতিক ও সাংস্কৃতিক
খ. প্রাকৃতিক ও মানবসৃষ্ট
গ. প্রাকৃতিক ও অর্থনৈতিক
ঘ. প্রাকৃতিক ও রাজনৈতিক
২৬। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব কোনটি বলে তুমি মনে করো?
ক. গড় তাপমাত্রা হ্রাস পাবে
খ. ঘূর্ণিঝড়ের সংখ্যা কমে যাবে
গ. মাটির লবণাক্ততা কমে যাবে
ঘ. ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাবে
২৭। বিজ্ঞানীদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত ভাগ এলাকা সমুদ্রের জলে তলিয়ে যাবে?
ক. ৩০ ভাগ খ. ২০ ভাগ
গ. ১০ ভাগ ঘ. ৫০ ভাগ
২৮। সম্প্রতি রোয়ানুর আঘাতে উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। এটি কোন ধরনের দুর্যোগ ছিল?
ক. ঘূর্ণিঝড় খ. বন্যা
গ. নদী ভাঙন ঘ. ভূমিকম্প
২৯। তোমাদের এলাকার অনেক শিশু ইটের ভাটায় ও ক্ষেতে কাজ করে। এর কারণ হিসেবে তুমি কোনটিকে চিহ্নিত করবে?
ক. নিরক্ষরতা
খ. বেকারত্ব
গ. খাদ্যাভাব
ঘ. দারিদ্র্য
৩০। প্রায়ই শোনা যায়, মানবাধিকার থেকে মানুষ আজ বঞ্চিত। মানবাধিকার কোথায় পাবে?
ক. পরিবারে
খ. সমাজে
গ. রাজধানীতে
ঘ. পরিবার, সমাজ ও রাষ্ট্রে
৩১। নাগরিকের মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?
ক. রাষ্ট্রের
খ. সমাজের
গ. বড়দের
ঘ. আমাদের সকলের
৩২। আইন ভঙ্গ করলে কী ভোগ করতে হয়?
ক. উপহার খ. সুখ
গ. শাস্তি ঘ. আনন্দ
৩৩। তোমার বড় ভাইয়ের বয়স ১৮ বছর। সে কিভাবে রাষ্ট্রের শাসন কাজে অংশ নিতে পারে?
ক. রাষ্ট্রের আইন মেনে চলে
খ. নিয়মিত কর প্রদান করে
গ. রাষ্ট্রের প্রতি অনুগত থেকে
ঘ. ভোট দেওয়ার মাধ্যমে
৩৪। রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার অন্যতম প্রধান কর্তব্য কী?
ক. ভোট দান খ. আইন মেনে চলা
গ. কর প্রদান করা ঘ. রাষ্ট্রের প্রতি অনুগত থাকা
৩৫। কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বে অবহেলা?
ক. নিয়ম মানা
খ. সম্পদ সংরক্ষণ
গ. সহযোগিতা করা
ঘ. অন্যের ক্ষতি করা
৩৬। রিফাত অটিস্টিক শিশু। সে সব ধরনের কাজ কিভাবে করতে চাইবে?
ক. বিভিন্ন নিয়মে
খ. একই নিয়মে
গ. এলোমেলোভাবে
ঘ. রুটিন বদল করে
৩৭। একজন ডাক্তার অটিস্টিক শিশুদের কিভাবে শনাক্ত করেন?
ক. মা-
৩৭। একজন ডাক্তার অটিস্টিক শিশুদের কিভাবে শনাক্ত করেন?
ক. মা-বাবার মতামতের ভিত্তিতে
খ. শিক্ষকের মতামতের ভিত্তিতে
গ. সুপ্ত প্রতিভার ভিত্তিতে
ঘ. পরীক্ষা-নিরীক্ষা, আচরণ ও পর্যবেক্ষণ করে
৩৮। অর্টিজম কী?
ক. একটি বিশেষ রোগ
খ. দৃষ্টিহীনতা
গ. একটি বিকাশগত সমস্যা
ঘ. একটি পরিবেশগত সমস্যা
৩৯। কিসের ভিত্তিতে দলনেতা নির্বাচন করতে হবে?
ক. সম্পদ খ. ঐকমত্য
গ. বয়স ঘ. শক্তি-সামর্থ্য
৪০। প্রকৃত গণতন্ত্র দেশের জন্য খুবই কল্যাণকর। আমরা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি—
ক. মানুষের প্রশংসা করে
খ. মত প্রকাশের সুযোগ দিয়ে
গ. রাজনীতিতে অংশ নিয়ে
ঘ. সরকারের সমালোচনা করে
৪১। কত তারিখ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?
ক. ৮ জানুয়ারি খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ ঘ. ৮ এপ্রিল
৪২। উচ্চশিক্ষা লাভ করে সুমনা হক গ্রামে গিয়ে নারীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার কাজের সঙ্গে কোন মহীয়সী নারীর কাজের মিল রয়েছে?
ক. সুফিয়া কামাল
খ. বেগম ফয়জুন্নেসা
গ. বেগম রোকেয়া
ঘ. ক্লারা জেটকিন
৪৩। কত সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়?
ক. ১৯৭৫ সালে ঘ. ১৯০৮ সালে
গ. ১৯৭৭ সালে ঘ. ১৯১০ সালে
৪৪। বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮০ সালে খ. ১৯৮০ সালে
গ. ১৬৮০ সালে ঘ. ১৭৮০ সালে
৪৫। ‘সাংসারেক’ নামটি নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তার ক্ষেত্রে অধিক উপযোগী?
ক. গারো খ. খাসি
গ. ম্রো ঘ. ত্রিপুরা
৪৬। বাংলা বছরের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে ত্রিপুরারা কোন উৎসবটি পালন করে?
ক. ফাগুয়া খ. বিশু
গ. বৈশাখী ঘ. চৈত্র সংক্রান্তি
৪৭। পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে?
ক. ১৯৪টি খ. ১৯৬টি
গ. ১৯৫টি ঘ. ১৯৭টি
৪৮। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো বিশ্বশান্তি রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। নিচের কোন রাষ্ট্র এদের মধ্যে অন্যতম।
ক. যুক্তরাষ্ট্র ও জার্মানি
খ. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া ও ব্রাজিল
ঘ. ফ্রান্স ও চীন
৪৯। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৬ সালে
৫০। প্রতিবছর কতবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
প্রাথমিক শিক্ষা সমাপনী বাংলাদেশ ও বিশ্বপরিচয় (রচনামূলক উত্তর ২০টি): (all board)
মডেল-১:
ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও। ৫–৭ = ৩৫
ক. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার কোথায় শপথগ্রহণ করে? এ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? এ সরকারের তিনটি গুরুত্ব লেখো।
১+১+৩=৫
খ. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কখন? এ যুদ্ধের দুটি কারণ ও দুটি ফলাফল সম্পর্কে লেখো। ১+২+২=৫
গ. কোন ঐতিহাসিক নিদর্শনটি প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে? এটি কোথায় অবস্থিত? এর কোন কোন জিনিস মানুষকে আকৃষ্ট করবে? ১+১+৩=৫
ঘ. বাংলাদেশের মোট রপ্তানি আয়ের বেশির ভাগ আসে কোন শিল্প থেকে? বাংলাদেশের অর্থনীতিতে এই শিল্পের চারটি গুরুত্বপূর্ণ দিক নির্ণয় করো। ১+৪=৫
ঙ. সমাজে নারী শিক্ষার ব্যাপারে অসামান্য অবদান রাখেন কে? তিনি কখন জন্মগ্রহণ করেন? নারী শিক্ষার ব্যাপারে তাঁর অবদান তিনটি বাক্যে লেখো। ১+১+৩=৫
চ. সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য পাঁচটি বাক্যে লেখো। ৫
ছ. আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে, এর পাঁচটি উদাহরণ দাও। ৫
জ. বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কী কী ঘটছে, পাঁচটি বাক্যে লেখো। ৫
ঝ. তোমার শ্রেণির কোনো শিক্ষার্থীর আচরণ যদি অটিস্টিক শিশুর মতো হয়, তবে তুমি তার সঙ্গে কেমন আচরণ করবে—পাঁচটি বাক্যে লেখো। ৫
ঞ. সার্ক কখন গঠিত হয়? সার্ক গঠনের চারটি লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। ৫
মডেল-২:
ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও : ৫–৭ = ৩৫
ক) অপারেশন সার্চ লাইট কী? অপারেশন সার্চ লাইটের ৪টি ফলাফল লেখো। ১+৪=৫
খ) কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল? এই বিদ্রোহের ৪টি কারণ লেখো। ১+৪=৫
গ) লালবাগ দুর্গ কোথায় অবস্থিত? লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কী? লালবাগ দুর্গ সম্পর্কে ৩টি বাক্য লেখো। ১+১+৩=৫
ঘ) ইউনিসেফের পুরো নাম কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফের ৩টি কাজ উল্লেখ করো। ১+১+৩=৫
ঙ) পাটকে কেন সোনালি আঁশ বলা হয়? পাটের ৩টি ব্যবহার সম্পর্কে লেখো। ২+৩=৫
চ) খাসিদের খাদ্য ও পোশাক সম্পর্কে লেখো। ৫
ছ) বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার ৫টি উপায় সম্পর্কে লেখো। ৫
জ) রাষ্ট্রের প্রতি আমাদের ৫টি কর্তব্য সম্পর্কে লেখো। ৫
ঝ) আমাদের সমাজে মেয়েরা কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা ৫টি বাক্যে লোখা। ৫
ঞ) ৫টি মৌলিক মানবাধিকার সম্পর্কে লেখো। ৫
0 comments: