PSC “ইসলাম ও নৈতিক শিক্ষা” সাজেশন -২০১৬
.
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. ইমান শব্দের অর্থ কী ?
২. আখিরাত কাকে বলে ?
৩. ইবাদত কাকে বলে ?
৪. সাওম কাকে বলে ?
৫. হজের ফরজ কয়টি ও কী কী ?
৬. আমরা পিতামাতার সাথে কিরুপ ব্যবহার করব ?
৭. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ?
৮. মাখরাজ কয়টি ?
৯. আকাইদ কাকে বলে ?
১০. হযরত মুহাম্মদ (স) কোন বংশে জন্মগ্রহণ করেন ?
১১. হযরত সুলায়মান (আ) – এর পিতার নাম কী ?
১২. আনসার কারা ?
১৩. বিদায় হজ কাকে বলে ?
১৪. আখলাক শব্দের অর্থ কী ?
১৫. হজরত মুহাম্মাদ (সাঃ) কত বছর বয়সে নবুআত লাভ করে ?
.
প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা, ইনশাআল্লাহ্ তোমাদের কমন পড়বে,
তোমাদের কাছে আমার অনুরোধ ঠিকমত, লেখা পড়া করবেন, আর ফেইসবুকে সকল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
তোমরা নিজেরা জানো এবং অন্যকে জানাতে সাহায্য করো।
0 comments: