Friday, November 18, 2016

মুক্তি আটকে গেল ‘আমি তোমার হতে চাই’ সিনেমার!

‘আমি তোমার হতে চাই’ সিনেমায় নিজের সংলাপের ডাবিং অন্যকে দিয়ে করানো হয়েছে, এমন অভিযোগ এনে সোমবার ঢাকার সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে মামলা দায়ের করেন অভিনেতা বাপ্পী চৌধুরী। মামলায় সিনেমার র্নিমাতা অনন্য মামুন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কে আসামি করা হয়েছে।

বিষয়টি সুরহার জন্য আদালত ২০১৭ সালের ১২ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সময়ে সিনেমাটির কোনও রকম প্রচারণা-প্রকাশনা ও মুক্তি দেওয়া যাবে না বলেও ঢাকার সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালত বুধবার একটি নির্দেশনা দেন।

বাপ্পীর মামলা করার বিষয়ে গ্লিটজকে নিজের মতামত ব্যক্ত করেন সিনেমাটির র্নিমাতা অনন্য মামুন।

তিনি বলেন, “আসলে এই বিষয়টি নিয়ে বলার তেমন কিছু নেই। একজন অভিনেতা হিসেবে যদি বাপ্পীর দৃষ্টিতে মনে হয় তিনি ঠিক কাজ করেছেন, তাহলে তিনি ঠিক কাজই করেছেন। তাহলে আর বলার কিছু নেই।”

‘অস্তিত্ব’ খ্যাত এই নির্মাতা আরও বলেন, “কিন্তু আমি একজন র্নিমাতা হিসেবে বলতে চাই, আমার সিনেমা আমার সন্তানের মত। আর কেউ কখনোই ইচ্ছে করে চায় না তার সিনেমাটি খারাপ করুক। এখানে আমাদের পুরো টিম কাজ করেছে। সবাই মিলে আমরা এই সিনেমাটি দেখেছি। সিনেমাটি দেখার পরে আমাদের বারবারই মনে হচ্ছিল এর সংলাপের সঙ্গে কোনোভাবেই বাপ্পীর কন্ঠ খাপ খায় না। সেই জায়গা থেকেই আমরা কাজটা করেছি। এরমধ্যে সিনেমাটি সেন্সর হয়ে গিয়েছে এবং সেন্সর ছাড়পত্রও পেয়েছে।”

মামলায় আদালতের রায় মাথা পেতে নেবেন বলেই জানান মামুন।

“বিষয়টা বতর্মানে মহামান্য আদালত পযর্ন্ত গিয়েছে। আদালত যে সিদ্ধান্তই দিবেন সেটা আমরা অবশ্যই মানি। তবে আমি একটা কথাই বলবো সবসময়ই আমাদের চেষ্টা থাকে ভালো কিছু করার জন্য। হয়ত বা বাপ্পি তার ভুলটা বুঝতে পারবেন,” বলেন তিনি।

অন্যদিকে মামলার প্রসঙ্গে জানার জন্য গ্লিটজের পক্ষ থেকে বাপ্পী চৌধুরীর সঙ্গে তিনদফা টেলিফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

একজন গ্যাংস্টারের জীবন বদলে যাওয়ার গল্পকে ঘিরে আবর্তিত হয়েছে ‘আমি তোমার হতে চাই’ সিনেমার কাহিনি। সিনেমায় বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার একটি আইটেম গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে দেখা যাবে।


SHARE THIS

Author:

0 comments: