Sunday, November 20, 2016

পিএসসি পরীক্ষার বাংলা ১০০% কমন সাজেশন তাই কেউ মিস করবেন না!!!

""PSC""" EXaM- 2016
>>>>সাজেশন্স- বাংলা<<<<<<
প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ নং
প্রশ্নের উত্তর দাও
মুক্তিযুদ্ধ একেবারে শেষের দিকে তারা
বুঝতে পারে যে, তাদের পরাজয়
অবধারিত। তখন তারা এদেশকে আরও
গভীরভাবে ধ্বংস করার উদ্দেগ নেয়।
তারা জানে এদেশের চিন্তাবিদ,
শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা
করলে এদেশের অপূরনীয় ক্ষতি হবে।
পাকিস্তানিরা আমাদের সেই অপূরনীয়
ক্ষতি করার কাজ শুরু করে।
রাজাকার, আল বদর, আল- শামস বাহিনীর
সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে ১৯৭১
সালের ১৪ঈ ডিসেম্বর।
বিভিন্ন আবাস্থল থেকে তারা ধরে
নিয়ে দেশের শক্তিমান, যশস্বী ও
প্রতিভাবানদের তারা ধরে নিয়ে যায়
অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক হায়দার
চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে।
তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক।
তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক
সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক রাশীদুল
হাসান ও বাদ পড়েননি।
১/ সঠিক উত্তরটি খাতায় লিখঃ
১) অনুচ্ছেদটিতে কি বিষয়ে বলা
হয়েছে?
ক) মুক্তিযোদ্ধা হত্যা
খ) বুদ্ধিজীবী হত্যা
গ) সাংবাদিক হত্যা
ঘ) রাজাকার হত্যা
২) আনোয়ার পাশা কে ছিলেন?
ক) লেখক
খ) ডাক্তার
গ) অধ্যাপক
ঘ) ইঞ্জিনিয়ার
৩) পাকিস্তানিদের বুদ্ধিজীবী হত্যার
উদ্দেশ্য কি ছিল?
ক) জাতিকে মেধাশূন্য করা
খ) জাতিকে শত্রুমুক্ত করা
গ) জাতিকে কলংক মুক্ত করা
ঘ) জাতিকে পরাজিত করা
৪) কত তারিখে বুদ্ধিজীবী দিবস পালিত
হয়?
ক) ৭মার্চ
খ) ২৬মার্চ
গ) ১৪ ডিসেম্বর
ঘ) ১৬ ডিসেম্বর
৫) পাকিস্তানীরা তাদের পরাজয় নিশ্চিত
জেনেছিল কোন সময়?
ক) যুদ্ধের শেষের দিকে
খ) যুদ্ধের পূর্বে
গ) যুদ্ধের মাঝামাঝিতে
ঘ) যুদ্ধের শুরুর দিকে
২/ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখঃ
ক) গিয়াস উদ্দিন আহমদ কোন বিষয়ের
অধ্যাপক?
খ) বুদ্ধিজীবী হত্যার মূল উদ্দেশ্য কী
ছিল?
গ) আমরা কেন শহীদ বুদ্ধিজীবীদের স্মরন
করব?
৩/ প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ
অবধারিত, বরেন্য, যশস্বী, অপূরনীয়
মুত্তিযুদ্ধ
৪/ প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখ।
"""PSC"""" EXaM- 2016
Updated: ১১: ২৪
>>>>সাজেশন্স<<<<<
বিষয়: বাংলা ১ম পত্র
যুক্তবর্ন লিখ:
ল্ড, জ্ঞ, স্ত্র, ষ্ট, ষ্ণ, ম্প, ক্ষ, ঞ্জ, ম্ম,
ষ্ঠ, শ্চ
এক কথায় প্রকাশ:
১) বিচার বিবেচনা ছাড়া যা *******
২) রেখা দিয়ে আঁকা ছবি *******
৩) মাটির তৈরী শিল্পকর্ম ******
৪) চাকমাদের নববর্ষ উৎসব ******
৫) পাহাড় পর্বতে পাশের ভূমি ****
৬) অহংকার নেই যার ******
৭) যেখানে যুদ্ধ হয় ******
৮) যার সীমা নেই *****
৯) খেতে মজা নয় এমন *****
১০) এক যুগের পর আরেক যুগ ***
১১) যা করা প্রয়োজন ******
১২) যা লোপ পেয়েছে **
১৩) খারাপ মেজাজ **
১৪) মমতা আছে যে নারীর *******
বিপরীত শব্দ লিখ:
স্বাধীন, সভ্য, দুরন্ত, সরল, স্বাদ,
মাটি, সংগ্রাম, মেঘ, মৃত্যু, বাতাস,
সুখ, দম্ভ, সাধু, আঁকার, যুদ্ধ, শুকনো, প্রাচীর,
বিজয়, শান্তি
প্রাথমিক শিক্ষা সমাপনী মডেল টেস্ট
-১ (বাংলা):
মডেল টেস্ট
:
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট
: পূর্ণমান ১০০
[দ্রষ্টব্য : ডানপাশে উল্লিখিত সংখ্যা
প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
নিচের উদ্দীপকটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর
প্রশ্নের উত্তর লেখো :
বাংলাদেশের পার্বত্য
জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র
জাতিসত্তার লোকজন। এদের কেউ
চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ
তঞ্চঙ্গা ইত্যাদি। এ ছাড়া রাজশাহী
আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও
রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে
নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ
অথচ কত বৈচিত্র্য। এটাই
বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু,
আপনজন। এ দেশে রয়েছে নানা ধর্মের
লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও
খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ
যুগ ধরে। বাংলাদেশের এই যে মানুষ,
তাদের পেশাও কত বিচিত্র। কেউ
জেলে, কেউ কুমোর, কেউ কৃষক, আবার
কেউ কাজ করে অফিস-আদালতে।
একজন তার কাজ দিয়ে আরেকজনকে
সাহায্য করেছে। গড়ে তুলেছে এই দেশ।
আমাদের রয়েছে নানা ধরনের উৎসব।
মুসলমানদের রয়েছে দুটি ঈদ—ঈদুল
ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের
দুর্গাপূজাসহ আছে নানা উৎসব আর
পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ
পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার
সানডে আর বড় দিন। এ ছাড়া রয়েছে
পয়লা বৈশাখ-নববর্ষের উৎসব, রয়েছে
রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের
বিজু উৎসব।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
:
১x৫
= ৫
১. ক্ষুদ্র জাতিসত্তার লোকজন
কোথায় রয়েছে?
(ক) রাজশাহীতে
(খ) জামালপুরে
(গ) পার্বত্য জেলাগুলোতে
(ঘ) বাংলাদেশ জুড়ে
২. এ দেশে কয়টি ধর্মের লোক
রয়েছে?
(ক) দুই (খ) তিন
(গ) চার (ঘ) পাঁচ
৩. খ্রিস্টানদের কয়টি উৎসব
রয়েছে?
(ক) একটি (খ) দুটি
(গ) তিনটি (ঘ) চারটি
৪. রাখাইনদের উৎসবের নাম কী?
(ক) সাংরাই (খ) বিজু
(গ) সাংগ্রাই (ঘ) বৈসাবি
৫. বাংলাদেশের মানুষের
কোনটি বিচিত্র?
(ক) উৎসব (খ) ধর্ম
(গ) চেহারা (ঘ) পেশা
২। নিচের শব্দগুলো অর্থ লেখো
: ১x৫ = ৫
সাংরাই, বিজু, বৈচিত্র্য, গৌরব,
পেশা।
৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১+২+২ = ৫
(ক) সাঁওতালরা কোথায় বাস
করে?
(খ) কাদের নিজ নিজ ভাষা
রয়েছে? বাংলাদেশের গৌরব কিভাবে
প্রকাশ পায়?
(গ) মুসলমানদের কয়টি উৎসব?
উৎসবগুলোর নাম কী?
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূল বক্তব্য
লেখো। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭
নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর
লেখো :
বৈমানিক মতিউর রহমান
চেয়েছিলেন পাকিস্তান থেকে
যুদ্ধবিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ
দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে
মতিউর রহমান ছাত্রদের বিমান
প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তাঁর
একজন ছাত্রের নাম ছিল রশিদ
মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে,
মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে
উড়বে, সেদিন মিনহাজের কাছ থেকে
বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে
যাবেন। সেদিন ছিল ২০ আগস্ট। নোটিশ
বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল
দেখে তিনি জেনেছিলেন ২০ তরিখে
মিনহাজ আকাশে উড়বে। সেদিন তিনি
গাড়ি নিয়ে রানওয়ের পূর্বদিকে চলে
যান। দেখতে পান মিনহাজ টি-৩৩
বিমান চালিয়ে সামনের দিকে আসছে।
তিনি বিমানের সামনে গিয়ে ওকে
থামতে বলেন। মিনহাজ থামে এবং
বিমানের ওপর ঢাকনা খুলে কোনো
সমস্যা হয়েছে কি না তা জানতে চায়।
সুযোগ পেয়ে মতিউর লাফ দিতে
বিমানে ওঠেন। আগেই রুমালে
ক্লোরোফরম মাখিয়ে এনেছিলেন
তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে
ধরতেই সে অচেতন হয়ে যায়। কিন্তু তার
আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর
পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে।
মতিউর রহমান খুব নিচু দিয়ে বেশ
অনেকটা পথ আসার পরে মিনহাজের
জ্ঞান ফেরে। সে বিমানটিকে
ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে।
বিমানটি পাকিস্তানের থাট্টায়
বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে
পড়ে ছিল মতিউরের প্রাণহীন দেহ। পরে
তাঁকে বিমানঘাঁটিতে কবর দেওয়া হয়।
২০০৬ সালে তাঁর দেহাবশেষ দেশে
ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায়
সমাহিত করা হয় ঢাকার মিরপুর শহীদ
বুদ্ধিজীবী কবরস্থানে। ১৯৪১ সালে
ঢাকায় মতিউর রহমান জন্মগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন
পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট
লেফটেন্যান্ট। তিনিও একজন
বীরশ্রেষ্ঠ।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো
: ১x৫=৫
১. মতিউর রহমান পেশায় কী
ছিলেন?
(ক) বৈমানিক (খ) ব্যবসায়ী (গ)
মুক্তিযোদ্ধা (ঘ) শিক্ষক
২. মতিউর রহমানের ছাত্রের নাম
কী ছিল?
(ক) আবদুর রউফ (খ) রশিদ
মিনহাজ
(গ) মিনহাজ রশিদ (ঘ) আবদুর
রশিদ
৩. বিমানটির নাম কী ছিল?
(ক) ০৭-বোয়িং
(খ) পাকিস্তান এয়ারলাইনস
(গ) টি-৩৩ (ঘ) টি-২৩
৪. বিমানটি কোথায় বিধ্বস্ত হয়?
(ক) ভারতের জঙ্গলে (খ)
বাংলাদেশের মাটিতে
(গ) পাকিস্তান-ভারত সীমান্তে
(ঘ) পাকিস্তানের থাট্টায়
৫. মতিউর রহমান কোন উপাধি
পেয়েছিলেন?
(ক) বীরপ্রতীক (খ) বীরবিক্রম
(গ) বীরশ্রেষ্ঠ (ঘ) বীর-উত্তম
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ
দেওয়া আছে। উপযুক্ত শব্দ দিয়ে
নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে
উত্তরপত্রে লেখো : ১x৫ = ৫
শব্দ - শব্দার্থ
প্রশিক্ষণ - ট্রেনিং
হাইজ্যাক - ছিনতাই
অচেতন - অজ্ঞান
বিধ্বস্ত - ধ্বংস
বীরশ্রেষ্ঠ - মুক্তিযুদ্ধে বীরত্বের
জন্য


SHARE THIS

Author:

0 comments: