শুভ রজনী, শুভ দিন,রাত পরোলেই ঈদের দিন। উপভোগ করবে সারাদিন,ঈদ পাবে না প্রতিদিন।দাওয়াত রইলো ঈদের দিন।“ঈদ মোবারক”
মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি ১৫দিন,কাপড় চোপড় কিনে নিন,গরিব দঃখির খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন।
আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই ঈদ এসেছে শাওয়ালের চাঁদ ওই উকি দিয়েছে, সবার ঘরে আজ ঈদ এসেছে সেই দিন আর নয় বেশি দূর, রমযান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর। ঈদ মোবারক।।
যে দিন দেখবো ঈদের চাঁদ, খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজব যেদিন, সে দিন হলো ঈদের দিন, আনন্দে কাটাবো সারা দিন! ঈদ মোবারক
ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দু:খ আমাদের কাদায়, আর আমার এই এস এম এস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়, ” ঈদ মোবারক”
নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদি নিও, সেমাই খেও পেট ভরে, ঘুরো ফের মন ভরে। ঈদ মোবারক বলো প্রাণ খুলে।
আনন্দের এই সময়গুলো কাটুক থেমে থেমে, বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে, ঈদ মোবারক।
ভোর হলো দোর খোল, চোখ মেলে দেখরে, রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে, নতুন জামা পড়ব রে, হাসি খুশি থাকব রে, ঈদ চলে এল সবার দুয়ারে।
চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়, নতুন চাদেঁর আলো এসে পড়ল সবার গায়, ঈদ মোবারক।
হাসি খুশি রাশি রাশি, আজ দু:খ নিয়েছে বিদায়, সব ব্যাথা ভুলে গিয়ে বুকেতে বুক মিলাই আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে।
ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে, কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত, তখন কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি, ঈদ মোবারক।
ঈদ মানে হাসি, ঈদ মানে আশা, ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা, ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাদেঁর হাসি, ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি। ঈদ মোবারক।
আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে. খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক “ঈদ মোবারক”!
রঙ লেগেছে মনে। মধুর এই খনে। তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে। “ঈদ মোবারাক”!
ফুল সুবাস দেয়, দৃষ্টি মন চুরি করে, খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়, আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়। “ঈদ মোবারাক”!
যে দিন দেখবো ঈদ এর চাঁদ , খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো ঈদের দিন, আনন্দে কাটাবো সারা দিন! *) “ঈদ মোবারক” (* !
কষ্টের আড়ালে সুখের রসি-প্রতিটা জীবন কেই আমি ভালবাসি তাই প্রতিটা জীবনের প্রতিটা সময়ে শুভ হোক-সবাই কে জানাই ঈদ মোবারক।
পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো, পোষ্ট ষ্টি খুবি উপকারী। এ রকম আরো সুন্দুর পোষ্ট এবং এসএমএস পেতে ঈদ মোবারক sms
ReplyDeleteThanks vai share korar jonno. ভালোবাসার এসএমএস ২০১৯ sms ase ki...??
ReplyDelete