ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলাদেশের কারুকাজ ফিল্মস প্রযোজিত নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন রিয়াজুল রিজু। এরই মধ্যে মিমি চক্রবর্তীর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।
রিয়াজুল রিজু এর আগে ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। রিজু বলেন, ‘প্রাথমিকভাবে মিমি চক্রবর্তীর সঙ্গে আলোচনা চলছে। সব কিছু মিলে গেলে কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রীকে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে।’
রিয়াজুল রিজু একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করেছিলেন ‘বাপজানের বায়োস্কোপ’। সিনেমাটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশীয়, টরোন্টো’সহ একাধিক আন্তর্জাতিক ফেস্টিভালে প্রদর্শিত এবং প্রশংশিত হয়।
এছাড়াও তার পরিচালনায় একাধিক ড্রামা সিরিয়াল, সিঙ্গেল নাটক, টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং তার প্রযোজনায় এসএ টিভিতে ইনভেস্টিগেটিভ ক্রাইম শো ‘খোঁজ’ ও ডকুমেন্টারি প্রোগ্রাম ‘চারপাশ’ প্রচারিত হয়েছে।
0 comments: