Saturday, September 17, 2016

যে কারণে সেক্স না করে থাকতে পারেন না সানি লিওন

জ্যাকপট সিনেমাটি বলিউডের অভিনেত্রী সানি লিওনকে সৌভাগ্যবান কিছু এনে দিতে পারেনি। তবে তিনি তার তৃতীয় সিনেমা ‘রাগিনি এমএমএস ২’ নিয়ে খুবই আশাবাদী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সানি বলেন, তিনি ধীরে ধীরে বলিউডের নানা বিষয় শিখছেন। আর সেখানে আরো গ্রহণযোগ্য হওয়ার আশা করছেন। এ লক্ষে গত দুই বছর তার জীবনে সবচেয়ে ব্যস্ত সময় কাটল।

সানি জানান, বলিউডে কাজ শুরুর পর গত দুই বছরের মতো ব্যস্ত সময় তার জীবনে আর আসেনি। এতো পরিশ্রমও তিনি আগে করেননি।

সম্প্রতি এক প্রশ্নের উত্তরে সানি বলেন, ‘মানুষ আমাকে একটা নির্দিষ্ট পথে আশা করে এবং তারা আমার সঙ্গে দেখা করলে বুঝতে পারে যে, আমি তেমন নই। সেক্সি, হ্যাঁ! এটা সবসময়ই হয়। আমি চেষ্টা করলেও সেক্স থেকে নিজেকে বিরত রাখতে পারি না।’

সানি আরো বলেন, ‘অনেক অভিনেতা আমার সঙ্গে অভিনয় করতে ভয় পান বলে জানান। কারণ তাদের স্ত্রী বা তেমন কেউ আছে। আর আমি তাদের স্ত্রীদের বলতে চাই (হাসি), আমি তোমাদের স্বামীকে চাই না। আমার একটা আছে। আমি তাকে ভালোবাসি।


SHARE THIS

Author:

0 comments: