Tuesday, September 6, 2016

জেনে নিন আপনার প্রিয় নায়ক সালমান শাহর কিছু অজানা তথ্য!

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের ধ্রুবতারা সালমান শাহ’র আজ ২০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রিয় সালমান শাহ।

বাংলা চলচ্চিত্রের এ ধ্রুবতারা সর্বমোট ২৭ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘বুকের ভেতর আগুন’। এ ছবির অর্ধেক কাজের সময় না ফেরার দেশে চলে যান স্বপ্নের পুরুষ সালমান শাহ। তার কাজটুকু শেষ করেন নায়ক ফেরদৌস।

■ এক নজরে সালমান শাহ

● আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন

● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার

● বাবা : কমর উদ্দিন চৌধুরী

● মা : নীলা চৌধুরী

● স্ত্রী : সামিরা

● উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি

● রাশি : বৃশ্চিক

● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত

● শেষ ছবি : বুকের ভেতর আগুন

● প্রথম নায়িকা : মৌসুমী

● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)

● মোট ছবি : ২৭টি

● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।

● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা

● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার


SHARE THIS

Author:

0 comments: