আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’। এখন চলছে প্রচারণা। এর অংশ হিসেবে ফেসবুকে ছবিটির পেজে ছাড়া হচ্ছে বিহাইন্ড দ্য সিনস। ছবিতে চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলার একটি চুম্বন দৃশ্য রয়েছে। বিহাইন্ড দ্য সিনসে জানানো হলো চুম্বন দৃশ্যটির আসল ঘটনা। এতে কাজ করতে গিয়ে দু’জনই বেশ হিমশিম খেয়েছেন বলে জানালেন।
চঞ্চল বলেছেন, আমাকে নাবিলা অন্তরঙ্গভাবে চুম্বন করছে- এ দৃশ্য ছাড়া বাকি সব দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। সত্যি কথা বলতে, এই দৃশ্যের কাজ করতে গিয়ে বিব্রতবোধ করেছি। প্রথম ছবিতেই এমন একটি দৃশ্যে অভিনয়ের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তার ভাষ্য, অমিতাভ ভাই আমাকে গল্পটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর জানালেন, একটি দৃশ্যে চঞ্চল ভাইকে চুম্বন করতে হবে। যদি রাজি থাকি তাহলেই আমাকে রাখা হবে। তখন হ্যাঁ বা না কিছু বলিনি। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। বেশ ভয় পেয়েছিলাম। তবে এ দৃশ্যেই সবচেয়ে বেশি মজা পেয়েছি
0 comments: