Monday, September 19, 2016

হঠাৎ শুভশ্রীর শোওয়ার ঘরে জিৎ… তার পর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভশ্রীর শোওয়ার ঘরে তিনি গেলেন। গিয়ে দেখলেন, জামা পরতে ব্যস্ত নায়িকা। পিঠের বেশ কিছুটা খোলা। অনেক টেনে-হিঁচড়েও চেনটা লাগাতে পারছেন না তিনি! জিৎ এক টানে চেনটা তুলে দিতেই শুরু হল বিপত্তি!
স্বাভাবিক! শত্রুপুরীতে এমন ভুল কি আর কেউ করে!
না হয় অনেক দিন একসঙ্গে কাজ করেননি জিৎ, শুভশ্রী। তা বলে এবার থেকে তাঁদের শত্রু বলা হবে?ব্যাপারটা ঠিক সেরকম নয়। রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘অভিমান’-এর সূত্রে ফের একসঙ্গে কাজ করছেন জিৎ, শুভশ্রী। সঙ্গে রয়েছেন সায়ন্তিকাও। সেই ছবির গল্প অনুযায়ীই শুভশ্রী জিতের শত্রুর মতন!
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে হুইলচেয়ারবন্দি সব্যসাচী চক্রবর্তীকে। চিত্রনাট্যে তিনি নায়কের ঠাকুর্দা। জন্মদিনে তাঁর একটাই ইচ্ছা- বোনের সঙ্গে দীর্ঘ দিনের ব্যবধান দূর হোক!
সেই সূত্রেই ড্রাইভার সেজে জিৎ পৌঁছন অঞ্জনা বসুর বাড়িতে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করেছিল অনেকটা ভুল বোঝাবুঝি, শত্রুতা আর ত্রিকোণ প্রেম।
বাকিটা যখন পুজোর সময় ছবি মুক্তি পাবে, তখনই দেখবেন না হয়!


SHARE THIS

Author:

0 comments: