Sunday, September 25, 2016

মোশাররফ-পাখির মেঘবালিকা, ইউটিউবে ‘মিলিয়ন’ দর্শক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’খ্যাত মধুমিতা চক্রবর্তী প্রথমবারের মতো এনটিভির একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। ‘মেঘবালিকা’ নামে ওই টেলিফিল্মে মধুমিতার বিপরীতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। পারভেজ আমিন পরিচালিত টেলিফিল্মটি ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহার দিন এনটিভিতে সম্প্রচারিত হয়।

এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি আপলোড করার পর এখন পর্যন্ত এক ‘মিলিয়ন’ বার দেখা হয়েছে। মধুমিতাও ইউটিউবে টেলিফিল্মটি দেখেছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

মধুমিতা চক্রবর্তী এই প্রতিবেদককে বলেন, ‘ঈদের কিছুদিন পরেই টেলিফিল্মটি আমি এনটিভির ইউটিউব চ্যানেলে দেখেছি। ভালো লেগেছে। সব দর্শকের জন্য আমি এ ধরনের ভালো কাজ আরো বেশি বেশি করতে চাই।’

এদিকে, প্রতিদিন টেলিফিল্মটি দেখার দর্শকের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে টেলিফিল্মটি ১০ লাখের বেশি দর্শক দেখেছেন। এ খবর মধুমিতারও অজানা নয়।

তিনি বললেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ, তাঁরা আমার অভিনীত টেলিফিল্মটি দেখছেন। আমাকে স্বাগত জানিয়েছেন। সবাইকে আমার শুভেচ্ছা।’

মধুমিতা চক্রবর্তী ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার ‘কুসুম দোলা’ সিরিয়ালে এখন অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। মূলত স্টার জলসায় প্রচারিত ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে মধুমিতা ভারত ও বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা পান।

বাংলাদেশে মধুমিতার একজন অন্ধ ভক্ত ‘পাখি’ নামক পোশাক কিনতে না পেরে আত্মহত্যাও করেছিলেন। বিষয়টি মধুমিতাও জানেন। তিনি তাঁর ভক্তদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।


SHARE THIS

Author:

0 comments: