Monday, September 19, 2016

নাতনির মুখ দেখেই চলে গেলেন তার বাবা, দোয়া চেয়েছেন শোকাহত আশরাফুল

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে সবাই হয়তো জেনে গেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন (ইন্নালিল্লাহ........)। প্রায় বছর খানেক আগে বিয়ে হয় মোহাম্মদ আশরাফুলের।

মাত্র কয়েকদিন আগে কন্যা সন্তানের বাবা হন আশরাফুল। নাতনির মুখ দেখতে পেরেছেন আশরাফুলের বাবা। এর কয়েকদিন পরেই মারা গেলেন তিনি! তার বাবা অসুস্থ হয়ে পড়লে রাজধানীর

অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় তাকে।  

সেখানে সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশরাফুল জানান, ‘গত ১১ সেপ্টেম্বর থেকে আব্দুল মতিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়।

হঠাৎ রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান,‘রাতেই মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।’
২০ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর


SHARE THIS

Author:

0 comments: